ইসরায়েল, ইউক্রেন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহায়তা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বিল পাস হয়েছে. ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। রোববার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পাস হওয়া বিলটিতে সর্বমোট ৯৫ বিলিয়ন ডলার সহায়তার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে, ইউক্রেনের জন্য ৬০ দশমিক ৮ বিলিয়ন ডলারের সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, ২১ বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ৮ বিলিয়ন ডলার রয়েছে।
ইউক্রেনের জন্য ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩১১টি। বিপক্ষে ১১২ ভোট পড়েছে। অন্যদিকে, ইসরায়েলের জন্যভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩৬৬টি ভোট। বিপক্ষে ভোট পড়েছে ১৫৮টি। তাছাড়া, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্যভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩৮৫টি। বিপক্ষে ভোট পড়েছে ৩৪টি।
এছাড়াও, যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বন্ধের পক্ষে ভোট পড়েছে ৩৬০টি। বিপক্ষে ভোট পড়েছে ৫৮টি।
বিল দুটি বাস্তবায়নে এখন মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। শিগগিরই তা সিনেটে তোলা হবে। এরপরই বাইডেন বিলে সই করবেন। এর ফলে তা আইনে পরিণত হবে।
/এআই
Leave a reply