দুবাইয়ের আল-হামরিয়া বন্দরে পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’

|

ফাইল ছবি।

জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

এর আগে, গতকাল শনিবার (২০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় প্রবেশ করে জাহাজটি। মেহেরুল করিম তখন জানান, আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পরদিন কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভীড়ানো হবে। সেখান থেকে দুই জন নাবিক বিমানযোগে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক ওই জাহাজেই দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের ২৫-২৬ দিন সময় লাগবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের এই জাহাজটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply