কামরাঙ্গীরচরে মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে ভাগ্নের মৃত্যু

|

মেডিকেল প্রতিবেদক:

রাজধানীর কামরাঙ্গীরচর পুলিশ ফাঁড়ি গলির নুরবাগ এলাকায় মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে মো. তানিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই তামিম হোসেন (২৪)।

রোববার (২১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তানিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জামিল হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কাজীর পাশা গ্রামে। তার দুই ছেলেই ইলেকট্রিক মিস্ত্রীর কাজ করে। বিকেলের দিকে তারা দুই ভাই নানা বাড়িতে বেড়াতে যায়। এসময় তাদের নানীর কাছে মাদকাসক্ত মামা মো. রাকিব টাকা চায়। এ নিয়ে মামা ও দুই ভাগ্নের সাথে হাতাহাতির একপর্যায়ে মাদকাসক্ত মামা ধারালো ছুরি দিয়ে দুই ভাগ্নেকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তার ছোট ছেলে তানিন আর বেঁচে নেই। আর বড় ছেলে তামিম ঢাকা জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কামরাঙ্গীরচর থেকে রক্তাক্ত অবস্থায় ২ যুবককে হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক তানিন নামের যুবককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply