তীব্র দাবদাহে সিলেটে স্বস্তির বৃষ্টি

|

সিলেট ব্যুরো:

সকাল থেকেই সিলেটে ছিলো রোদের তীব্রতা। তীব্র দাবদাহে হাসফাস করছিলো জনজীবন। ঠিক তখনই নেমে আসে স্বস্তির বৃষ্টি। বিকেল চারটায় শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা ধরে চলে সেই বৃষ্টি।

কখনও মুষলধারে আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি। সাথে ছিলো শীতল বাতাস। আর এতে করে স্বস্তি আসে নগরজীবনে।স্বস্তিতে বৃষ্টিতে গা ভেজাতে দেখা গেছে অনেককেই। তবে বৃষ্টি কমলেও অনেকাংশে কাটেনি গরমের অস্বস্তি ভাব।

তবে এই গরমে বৃষ্টি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, বৃষ্টির পর তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তীব্র গরমের পর বৃষ্টিতে ভিজে তারা খুব উপভোগ করছেন সময়টাকে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএস 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply