চাপম্যানের ঝড়ে উড়ে গেলো পাকিস্তান, সমতায় ফিরলো নিউজিল্যান্ড

|

ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৩য় খেলায় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শাদাব খানে ৪১ ও বাবর আজম, ইরফান খান এবং সাইম আইয়ুবের ত্রিশোর্ধ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় মার্ক চাপম্যানের দানবীয় ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে সফরকারী নিউজিল্যান্ড। ৯টি চার ও ৪টি ছক্কা ৪২ বলে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন চাপম্যান।

রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তান। দুই ওপেনার সাইম আইয়ুব এবং বাবর আজমের ব্যাটে চড়ে এগোতে থাকে পাকিস্তানের ইনিংস। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান তুলে পাকিস্তান।

পাওয়ারপ্লে শেষেই থামেন সাইম। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলে দলের ৫৫ রানের মাথায় আউট হন সাইম। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সাথে নিয়ে এগোতে থাকেন বাবর আজম। দারুণ খেলতে থাকা বাবর সাজঘরে ফেরেন দলীয় ৮৪ রানের মাথায়। রিজওয়ান ধীরেসুস্থে এগোতে থাকলেও ক্র্যাম্প হয়ে যান দলের ১০৩ রানের মাথায়। খেলেন ২২ বলে ২৩ রানের ইনিংস।

শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ইরফান খান এবং শাদাব খান। দু’জনের আগ্রাসী ব্যাটিংয়ে রান উঠতে থাকে দলের বোর্ডে। ২০ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ১৬৬ রানের মাথায় সাজঘরে ফিরে যান শাদাব। তবে ইরফান টিকে ছিলেন শেষ পর্যন্ত। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ২০ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন ইরফান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট শিকার করেন ইশ সোধি। এছাড়া ১টি করে উইকেট তোলেন মাইকেল ব্রেসওয়েল এবং জ্যাকব ডাফি।

লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। দুই ওপেনার টিম রবিনসন এবং টিম সেইফার্ট চালিয়ে খেলতে থাকেন। দু’জনের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪২। ১৬ বলে ২১ রানের ইনিংস খেলে বিদায় নেন সেইফার্ট। দলের ৫৩ রানের মাথায় বিদায় নেন রবিনসন। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে দুই ওপেনারকে হারিয়ে ৫৩ রান তোলে নিউজিল্যান্ড।

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন ডিন ফক্সক্রফট এবং মার্ক চাপম্যান। দু’জনের দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকে কিউইরা। ফক্সক্রফট কিছুটা ধীরেসুস্থে আগাতে থাকলেও চ্যাপম্যান ছিলেন অপ্রতিরোধ্য। দারুণ ব্যাটিংয়ে ফিফটির খুব কাছে চলে যান চাপম্যান। শেষমেশ ফিফটিও ছুঁয়েছেন চাপম্যান। ফক্সক্রফট-চাপম্যানের জুটিটা কোনোভাবেই ভাঙতে পারছিলেন না পাকিস্তানের বোলাররা।

শাহীন আফ্রিদি-নাসিম শাদের ওপর তাণ্ডব চালাতে থাকেন ফক্সক্রফট এবং চাপম্যান। ফিফটির পরেও চলেছে চাপম্যানের তাণ্ডব। তার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে জয়ের খুব কাছে চলে যেতে থাকে কিউইরা। তবে দলীয় ১৭০ রানের মাথায় আউট হন ফক্সক্রফট। ফেরার আগে ২৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন এই কিউই ব্যাটার। বাকি কাজটা সারতে খুব একটা বেগ পেতে হয়নি চাপম্যানকে। হেসেখেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। ৪২ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চাপম্যান। এছাড়া ৫ বলে ৬ রান করে ক্রিজে টিকে ছিলেন জেমস নিশাম।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply