ইউক্রেন-ইসরায়েল-তাইওয়ান অঞ্চলে সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন মার্কিন সিনেটের

|

ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ান অঞ্চলে সামরিক সহায়তা দেয়ার জন্য ৯৫ বিলিয়ন ডলার প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।। বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার প্রেসিডেন্ট জো বাইড্নে আইনটিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, গতকাল সন্ধ্যায় সিনেট, মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটিকে সমর্থন করেছে।

সামরিক সহায়তা প্যাকেজে, ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলারের সহায়তা খুব শীঘ্রই যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে বিতরণ করা হবে। অন্যদিকে, ২৬ দশমিক ৪ বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য দেয়া হয়েছে।

যুদ্ধ-বিধ্বস্ত গাজায় মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে ৯ দশমিক ১ বিলিয়ন ডলার। তাছাড়া, তাইওয়ানসহ এশিয়া প্যাসিফিকের মিত্রদের জন্য ৮ দশমিক ১ বিলিয়ন ডলার দেয়া হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply