চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভার ধড্ডা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার রিমা ও তার ১ বছর বয়সী শিশু সন্তান আব্দুর রহমান।
জানা যায়, গত ২৮ মার্চ তাহমিনা তার স্বামী মাসুদুজ্জামান হাওলাদারের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তার স্বামী তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানান তিনি।
নিহতের স্বজনদের দাবি, তাহমিনা আত্মহত্যা করেছেন। তার স্বামী মাসুদুজ্জামান দেশে এসে আবার চলে যান। তবে বিষয়টির সুরাহা না হওয়ায় তাহমিনা আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলে দাবি করেন তারা। বিয়ের পর থেকেই তাহমিনা নিজের বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ওসি মাসুদ হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
/আরএইচ

