ধুলো মেঘে কমলা গ্রিস

|

সাহারা মরুভূমি থেকে উড়ে আসা ধূলোর মেঘে ঢেকে গেছে গ্রিসের রাজধানী এথেন্সসহ আশেপাশের বেশ কয়েকটি শহর। এর ফলে কমলা রঙে রূপ নেয় গ্রিসের আকাশ। যেন কমলা রঙের মেঘ নেমে এসেছে গ্রিসজুড়ে।

আজ বুধবার (২৪ এপ্রিল) এমনটা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, ২০১৮ সালের পর এবারই প্রথম এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে গ্রিস।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ধূলোর মেঘ ছড়িয়েছে সুইজারল্যান্ড ও ফ্রান্সেও। এতে তৈরি হয়েছে উচ্চ স্বাস্থ্যঝুঁকি। কমে এসেছে দৃশ্যমানতা। আরও বাড়তে পারে দূষণের মাত্রা। এমনকি কমে যেতে পারে সূর্যের আলো, এমন শঙ্কা জানিয়েছে গ্রিসের আবহাওয়া অফিস।

গত ২৪ ঘণ্টায় পাওয়া গেছে ২৫টির মতো দাবানলের খবর। ধারণা করা হচ্ছে, শিগগিরই পরিষ্কার হতে শুরু করবে আকাশ। এদিকে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply