বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের দুই মালিক, দুই চালক ও দুই সহকারীর বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পাশাপাশি সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য এক নভেম্বর দিন ধার্য করেন।
ছয় আসামির মধ্যে দু’জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার শুরু হচ্ছে। বাকী ৪ জনের পক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হলেও বিচারক তা নাকচ করেন। দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আসামিদের ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
৯ জুলাই বিমানবন্দর সড়কে দাঁড়ানো একদল শিক্ষার্থীর ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের বাস। এতে দিয়া খানম মিম ও আবদুল করিম নামে দুই শিক্ষার্থী নিহত হয়।
Leave a reply