খালেদা জিয়া গৃহবন্দি নয়, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রনালয়। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন-২০২৩ নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের মন্তব্য তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।
তিনি বলেন, প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবন্দি, যা সত্য নয়। প্রকৃতপক্ষে তিনি সাজাসহ একজন দণ্ডিত ব্যক্তি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে ভুল ও ধারণাপ্রসূত তথ্য দিয়ে সাজানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি: যুক্তরাষ্ট্র
এসময় শ্রম অধিকার, সংগঠন এবং সার্বিক বিষয়ে সঠিক তথ্য তুলে ধরা হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, সরকার মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করছে।
এর আগে, মঙ্গলবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এতে দেশের বিভিন্নক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে তুলে ধরা হয়।
/এনকে
Leave a reply