থাইল্যান্ডের সাথে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক এবং একটি আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, বাংলাদেশের সরকারপ্রধানকে লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। দেয়া হয় গার্ড অব অনার।
এসময় দেশটির প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনাকে। পরে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠকে থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের স্বাস্থ্যখাত, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া বাণিজ্য, পর্যটন, বিমসটেকসহ নানা ইস্যুতে হয় আলোচনা। এসময়, শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।
/এনকে
Leave a reply