ঘরে ফিরছেন বিএনপির সংস্কারপন্থী নেতারা। সন্ধ্যায় দলের মহাসচিবের সাথে দীর্ঘ বৈঠক হয়েছে এসব নেতাদের।
বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়েছে। সেখানে যোগ দেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত, ডা. জিয়াউল হক মোল্লা, শহিদুল আলম তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, আলমগীর কবির, নজির আহমেদ, আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, আবু হেনা, শফিকুর রহমান কিরন, জিএম সিরাজ ও সর্দার সাখাওয়াত হোসেন বকুল।
এদের অধিকাংশই সাবেক সংসদ সদস্য। পরে সর্দার বকুল, বিভেদ ভুলে সবাইকে দলের হয়ে কাজ করার কথা জানান। এসময় অন্য নেতারা জানান, বিএনপি মহাসচিবের সাথে বৈঠকে সবাইকে সুসংগবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়া ও দলীয় প্রার্থীকে বিজয়ী করার বিষয়ে আলোচনা হয়েছে।
Leave a reply