আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১৩২ বাংলাদেশিসহ ২০৬ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (২৬ এপ্রিল) রাজ্যের পাসির গুদাং এলাকার বিভিন্ন স্থানে অপস মাহির নামের অভিযানে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে ওই এলাকার একটি নির্মানস্থলে অপস মাহিরে স্থানীয়দের কাগজপত্র পরীক্ষার পর ২০৬ বিদেশিকে আটক করে তারা। আটককৃতদের মধ্যে ১৩২ জন বাংলাদেশি ছাড়াও ৫৩ চীনা, ১০ মিয়ানমার, ৬ পাকিস্তানি, ৩ ইন্দোনেশিয়ান, ২ ভিয়েতনামি ব্যক্তি রয়েছে। সবার বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।
তাদের বিরুদ্ধে, মালয় অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৫৬(১)(ডি) ধারা, রেগুলেশন ১৭(বি) এবং রেগুলেশন ১১(৭)(এ) অনুযায়ী তদন্ত করা ছাড়া) ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩, ধারা ৬(১)(সি) অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন পরিচালক।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৯৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
/এমএইচআর
Leave a reply