ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামূলক সমাবেশ করেছে পুলিশ

|

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। এ সময় ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সতর্ক থাকা এবং রেলক্রসিং ও রেললাইন পারাপারে সতর্কতা অবলম্বনের বিষয়ে সচেতন করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া রেলস্টেশনে এই বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার প্রকৌশলী মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, নিরাপত্তা জোরদারে রেলওয়ে পুলিশ স্টেশনগুলোতে সিসিটিভি বসানো হয়েছে। ইদানিংকালে এই এলাকাগুলোতে ট্রেনে পাথর নিক্ষেপ বেড়ে গেছে। আইন অনুযায়ী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও সবাইকেই সতর্ক থাকতে হবে। এসময় বিভিন্ন ধরণের অপরাধ দমনে সবার সহযোগিতাও কামনা করেন।

এদিকে সমাবেশের আগে সাতকানিয়া রেলস্টেশনের প্লাটফর্মের ফুটওভারব্রীজে ঝুঁকিপূর্ণভাবে সাইকেল চালানোর অভিযোগে আটটি সাইকেল আটক করা হয়।

সমাবেশে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্টেশন সংলগ্ন এলাকার জনগণ, রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অপেক্ষমাণ যাত্রীরা উপস্থিত ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply