কাজী তানভীর মাহমুদ,রাজবাড়ী
‘সারা বাংলার সড়ক পরিবহন শ্রমিক এক হও’ এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঘোষিত ৮(আট) দফা দাবিতে রাজবাড়ীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর ) বিকেল ৪টায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট টামিনাল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলা কমিটি সমূহ।
সমাবেশে আগামী ২৭ অক্টোবর শনিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশ ও ২৮ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালনের আহ্বান জানান শ্রমিক ফেডারেশনের নেতারা।
সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জেলা কমিটি সমূহের সভাপতি মোঃ জুবায়ের জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আঃ রহিম বকস দুদু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ ওসমান আলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কোষাধক্ষ্য হাজী মোঃ আমান উল্লা,রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু,সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশীদ,দৌলতদিয়া ঘাট শাখা কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন তপু,মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খোন্দকার খায়রুল হাসান,সাধারন সম্পাদক মিজানুর রহমান হাওলাদার,ফরিদপুর মটর ওয়াকার্স ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম মোহাম্মদ নাছির,ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মোঃ আঃ কাদের সেখ।
বক্তরা বলেন,‘‘সড়ক পরিবহন আইন ২০১৮’’ এর কতিপয় ধারা সংশোধনের লক্ষ্যে এই ৮ দফা দাবি। দাবিগুলো হলো,(১) সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিনযোগ্য করতে হবে।(২) শ্রমকিদের অর্থদণ্ড ৫ লক্ষ টাকা মানিনা,মানবো না।(৩) সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে।(৪) ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণি করতে হবে। (৫) ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করতে হবে।(৬) সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।(৭) গাড়ি রেজিস্ট্রেশনের সময় শ্রমিকের নিয়োগ পত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে।(৮)সকল জেলার শ্রমিকদের ব্যাপকহারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে। লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।
শ্রমিক সমাবেশে বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রায় হাজার খানেক বাস,ট্রাক চালক,হেলপার ও পরিবহন শ্রমিকেরা অংশ নেয়।
Leave a reply