পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করেছে পাকিস্তান। শনিবার (২৭ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বাবর আজমের অনবদ্য ব্যাটিং ও শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে কিউইদের বিপক্ষে জেতে স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। দলীয় ৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে। আইয়ুবের পর উসমান খানও বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বাবরকে। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান পাকিস্তানি অধিনায়ক। তার ৪৪ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস দলকে ভালো একটা সংগ্রহের দিকে নিয়ে যায়। এছাড়া ফখর জামানের ৪৩, সাদাব খানের ১৫ নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকদের। নিউজিল্যান্ডের পক্ষে পাঁচজন বোলার পান একটি করে উইকেট।
১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই দলীয় ৫ রানের মাথায় শাহিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান টম ব্লান্ডেন। এরপর দ্বিতীয় উইকেটে অবশ্য টিম সেইফার্ট ও মাইকেল ব্রেসওয়েল ৪৫ বলে ৭৬ রানের জুটি গড়ে দলের হাল ধরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় শেষ পর্যন্ত আর লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় সফরকারীরা। সেইফার্ট ৩৩ বলে ৫২ রান করে আউট হন। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান আসে জশ ক্লার্কসনের ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৩০ রানের খরচায় তুলে নেন ৪ উইকেট। এছাড়া উসামা মীর পান ২ উইকেট।
পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ড্র তে শেষ হয়। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।
/এমএইচআর
Leave a reply