ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারলো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় বাংলাদেশকে ৪৪ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করতে নামা ভারত রাবেয়া খাতুন ও মারুফা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি। লক্ষ্য তাড়ায় নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নিগার সুলতানা জ্যোতি ব্যতিত বাকি সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। টাইগ্রেস ব্যাটারদের ব্যর্থতার দিনে ৫১ রানের ইনিংস খেলেও বাংলাদেশকে জেতাতে পারেননি জ্যোতি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১০১ রানে থামে জ্যোতির দল।

রোববার (২৮ এপ্রিল) সিলেটে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। সফরকারীরা শুরুটা দেখেশুনে করলেও তৃতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার  ফারিহা ইসলাম তৃষ্ণা। ওপেনরা স্মৃতি মান্ধানাকে ৯ রানে বোল্ড করেন ফারিহা। দ্বিতীয় উইকেটে শেফালি ভার্মা ও স্বস্তিকা ভাটিয়া ৩১ বলে ৪৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। তবে রাবেয়ার ঘূর্ণিতে শেফালি ২২ বলে ৩১ রান করে আউট হন। এরপর হারমানপ্রীত কৌরকে সঙ্গে নিয়ে স্বস্তিকা গড়েন আরও ৪৫ রানের জুটি।

১৪তম ওভারের চতুর্থ বলে হারমানপ্রীতকে এলবিডব্লু করে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ২২ বলে ৪ চারে ৩০ রান করেন ভারতীয় অধিনায়ক। তাতে সফরকারীদের স্কোর হয়েছে ১৩.৪ ওভারে ৩ উইকেটে ১০৬ রান। সফরকারীদের রান তোলার গতি কমতে থাকে এখান থেকেই। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রানে আটকে যায় ভারত।

ইনিংসের শেষ ওভারে মারুফা আকতার ২ রান খরচ করে নেন ২ উইকেট। ৩৬ রান করা ভাটিয়াই ভারতের সর্বোচ্চ স্কোরার। ২৯ বলের ইনিংসে মেরেছেন ৬ চার। বাংলাদেশের সেরা বোলার রাবেয়া খান। ৪ ওভার বোলিং করে ২৩ রানে নেন ৩ উইকেট।

জয়ের জন্য ১৪৬ রান তাড়ায় রেনুকা সিংয়ের লেগ স্টাম্পে করা ডেলিভারিতে ফ্লিক করে চার মেরে ভালো শুরুর আভাস দেন দিলারা আক্তার দোলা। তবে বাংলাদেশের এই ওপেনারকে ইনিংস বড় করতে দেননি রেনুকা। ডানহাতি এই পেসারের পরের বলেই ফেরেন লেগ বিফোর উইকেট হয়ে। রেনুকার অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বলের লাইন মিস করে সাজঘরে ফেরেন ৪ রানে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি সোবহানা মোস্তারি। লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা সোবহানাকেও ফেরান রেনুকা। ডানহাতি এই পেসারের ইনসুইং ডেলিভারিতে আড়াআড়িভাবে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন ৬ রান করা এই ব্যাটার। আরেক ওপেনার ‍মুর্শিদা খাতুনও ফিরেছেন পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই। দীপ্তি শর্মার গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হন ১৩ রান করা মুর্শিদা।

পাওয়ারপ্লে শেষ হওয়ার পরের ওভারে ফেরেন ফাহিমা খাতুনও। পূজা ভাস্তকারের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোর উইকেট হন ১ রান করা এই ব্যাটার। স্বর্ণা আক্তার খানিকটা সঙ্গ দেয়ার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। ১১ রান করা স্বর্ণাকে প্যাভিলিয়নে পাঠান রাধা যাদব। বাঁহাতি এই স্পিনারের বলে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে সাজানা সাজিভানের হাতে ক্যাচ দেন।

আরেক ব্যাটার রাবেয়াকে ২ রানের বেশি করতে দেননি পেসার রেনুকা। এদিকে বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন জ্যোতি। শ্রেয়াঙ্কা পাটিলের বলে স্ট্রেইট ড্রাইভ শটে দুই রান নিয়ে ৪৫ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাংলাদেশের অধিনায়ক। তবে শেষ ওভারে যখন জয়ের জন্য ৪৭ রান প্রয়োজন তখন জ্যোতি বোল্ড হন ৫১ রানে। শেষ পর্যন্ত ১০১ রানে থেমে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply