রাজধানীর ডেমরায় কুকুরের কামড়ে পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে ডেমরার সারুলিয়া এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম মাহেনুর আক্তার (৫)
জানা যায়, ঘরের সামনের সড়কে একা একা খেলছিল শিশু মাহেনূর। এ সময় তিন থেকে চারটি কুকুর আক্রমণ কর শিশুটিকে। কুকুরের কামড়ে শিশুটির মুখ ও চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এরপর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে তাকে বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মহাখালীর সংক্রমক ব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
/আরএইচ
Leave a reply