আন্তর্জাতিক টেগোর অ্যাওয়ার্ড পাচ্ছে বাংলাদেশের রবীন্দ্রচর্চার সূতিকাগার ছায়ানট। ২০১৫ সালে সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদানের জন্য সংগঠনটিকে এই পুরস্কার দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ভারতের সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
২৪ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জুরি বোর্ড পুরস্কারের জন্য ছায়ানটকে মনোনীত করেন। জুড়ি বোর্ডের অন্য সদস্যরা হলেন- ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার এন. গোপালস্বামী এবং বিজেপির রাজ্যসভার সাংসদ ড. বিনয় সহস্রবুধে।
২০১১ সাল থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ পুরস্কার চালু করে ভারত সরকার। এই পুরস্কারের অথর্মূল্য ১ কোটি রুপি। সাথে দেয়া হবে একটি মানপত্র, হস্তশিল্প স্মারক।
Leave a reply