‘ভোটে মানুষের আস্থা ফিরেছে, তাই গরমেও ভালো নির্বাচন হচ্ছে’

|

রাজবাড়ী করেসপনডেন্ট:

ভোটদানে মানুষের আস্থা ফিরেছে। তাই তীব্র দাবদাহের মধ্যেও ভালো ভোট হচ্ছে। গতকাল ইউপি নির্বাচনে তীব্র গরমেও ৬০ থেকে ৮০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল, এ কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচন উপল‌ক্ষ্যে সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ী জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে নির্বচনী মত‌বি‌নিময় সভার পূ‌র্বে তি‌নি সাংবা‌দিক‌দের এ কথা ব‌লেন।

মো. আলমগীর বলেন, দেশের মানুষ য‌দি ভোটের ভালো প‌রিবেশ পায়, তাহলে উৎসব হিসেবে দেখে। ফলে এবার উৎসবমূখর প‌রি‌বে‌শে ভালো ভোট হ‌বে। বে‌শিরভাগ ভোটকেন্দ্রই পাকা ভব‌ন ও ছায়াযুক্ত স্থা‌নে। সেক্ষেত্রে ভোটার উপ‌স্থি‌তিতে সমস্যা হ‌বে না। প্রতি‌টি কেন্দ্রেই পর্যাপ্ত পা‌নির ব্যবস্থা থাকবে।

নির্বাচনে এবার বড় দলের প্রভাব নাই উল্লেখ করে এ নির্বাচন কমিশনার বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে না, তবে তাদের সমর্থকদের অনেকেই অংশ নিয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগও কাউকে সমর্থন দিচ্ছে না। আইনের কোনো ব্যত্যয় হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply