যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তা নিহত

|

আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর কাছে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তবে হঠাৎ করে সন্দেহভাজন ব্যক্তি গুলি করে বসেন। এতে তিন কর্মকর্তা নিহত হওয়া ছাড়াও বন্দুকধারীদের গুলিতে ‘শ্যারোলেট-মেকলেনবার্গ’ পুলিশ বিভাগের চারজন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা একটি বাড়িতে গিয়েছিলেন। কিন্ত বাড়িটিতে ঢোকার পর সন্দেহভাজন ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করেন। পাল্টা গুলি চালালে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।

শ্যারোলেট পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস সংবাদ সম্মেলনে জানান, বন্দুক হামলায় নিহত তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply