রাজধানীর পোস্তগোলায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সময় গুরুতর আহত হন শ্রমিক সোহেল।
দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংঘর্ষে বেশ কয়েকজন আহতের দাবি করেছেন শ্রমিকরা।
সকালে পোস্তগোলা সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে কেরানীগঞ্জের ট্রাক মালিক শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। এসময়, বেশ কয়েকজন আহত হন। শ্রমিকদের দাবি পুলিশের গুলিতে অনেকে আহত হয়েছেন। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ার কথা জানান।
Leave a reply