ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আইনজীবীদের সমাবেশ

|

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ ও স্বীকৃতির দাবিতে সমাবেশ করেছে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব লয়ার্স অব বাংলাদেশ’। মঙ্গলবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্ট বারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের মানবাধিকার ও যুদ্ধনীতি লঙ্ঘনে অপরাধে বিচার একদিন অবশ্যই হবে। এ ব্যাপারে ইরানের মতো মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাবেক সম্পাদক ও ভয়েস অব লয়ার্স অব বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন।

অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বলেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের আন্দোলনে দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সোচ্চার হওয়া উচিৎ। এছাড়া মুসলিম বিশ্বকেও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও সমাবেশে সংগঠনটির প্রধান কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফুজ্জামান, কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, সিনিয়র আইনজীবী মহাসীন রশিদ, সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি শাহ আহাম্মেদ বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply