অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আবাসিক হল সমূহও আগামিকাল (১ মে) বিকাল ৪টার মধ্যে খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের দুইটি কমিটি গঠন করা হবে। একটি শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে এবং অন্যটি ২৮ এপ্রিল যে ঘটনা ঘটেছে সে ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply