ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ঘোষণা করে ফেলেছে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানও। কিন্তু এখনও আনুষ্ঠানিক দল ঘোষণা করেনি বাংলাদেশ। তবে আইসিসি’র বেধে দেয়া সময় অনুযায়ী ১ মে’র মধ্যেই সব দলকে ঘোষণা করতে হবে স্কোয়াড। সেই বাধ্যবাধকতা মেনে বিসিবিও আজ দল দেবে।
একটি সূত্র নিশ্চিত করেছে, এরইমধ্যে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ১৫ সদস্যের একটি দল বিসিবি’তে জমা দিয়েছেন। আজ কোনো একটি সময়ে সে দল পাঠিয়ে দেয়া হবে আইসিসি’তে।
এদিকে, নানা সূত্র থেকে যমুনা টেলিভিশন জানার চেষ্টা করেছে দলে কারা রয়েছেন। একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহ ও সাইফুদ্দিন আছেন দলে। আছেন সৌম্য সরকারও। এছাড়া দল ঘোষণায় বড় কোনো চমক নেই বলে জানা গেছে।
আইসিসি’র নিয়ম অনুযায়ী, ২৫ মে’র আগ পর্যন্ত এই দলে পরিবর্তন আনা যাবে। তবে, এরপর পরিবর্তন আনতে চাইলে বিশ্বকাপ টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।
/এমএমএইচ
Leave a reply