শ্রমিকদের পাওনা বঞ্চিত করলে খ্যাতনামা হলেও ছাড় নেই: প্রধানমন্ত্রী

|

শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে কেউ বঞ্চিত করলে, সে যত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোক না কেন, সরকার তাকে ছাড় দেয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় আসছে ততবারই শ্রমিকদের মজুরি বাড়িয়েছে।

বুধবার (১ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের উপযুক্ত করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ চায় দক্ষ জনশক্তি গড়ে উঠুক। ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাদীক্ষায় কেউ পিছিয়ে থাকবেনা বলেও জানান প্রধানমন্ত্রী।

এসময় বিএনপির প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। বলেন, আন্দোলনের নামে বাস-ট্রাকে আগুন দিয়ে শ্রমিকসহ সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে দলটি। তবে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিয়েছে সরকার। শ্রমিকদের কল্যাণ কীভাবে হবে সেটা খেয়াল রাখা আওয়ামী লীগ দায়িত্ব মনে করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply