বিএনপি নেতা সালাহউদ্দিন ভারতের আদালতে বেকসুর খালাস

|

অবৈধ অনুপ্রবেশের ঘটনায় দায়ের মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার মেঘালয় রাজ্যের শিলংয়ের জেলা ও দায়রা আদালতের বিচারক এ রায় দেন। সালাহউদ্দিন আহমেদের বরাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ একাধিক নেতা যমুনা টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, ‘সালাহউদ্দিন আহমেদকে শিলংয়ের আদালত বেকসুর খালাস দিয়েছেন। রায়ের পর উনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে জানিয়েছেন।’

২০১৫ সালের ১১ মে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সিটি থানায় সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ।

প্রায় সাড়ে তিন বছর বিচার চলার পর চলতি বছরের ১৩ আগস্ট এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। এরপর অবশ্য চারবার মামলার রায় ঘোষণার তারিখ পেছায়। অবশেষে শুক্রবার এই রায় এলো।

সালাহউদ্দিন আহমেদের আইনজীবী হিসেবে ছিলেন এপি মহন্ত। তিনি অনুপ্রবেশের মামলায় এত দীর্ঘ সময় বিচার প্রক্রিয়া নিয়ে আগেই বিস্ময় প্রকাশ করেছেন।

বাংলাদেশ থেকে প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের শিলং শহরে ‘রহস্যজনকভাবে’ হাজির হন সালাহউদ্দিন আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply