সারাদেশ ডেস্ক:
ঢাকা মহানগরীকে পরিবেশবান্ধব সুন্দর শহরে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার।
বুধবার (১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার।
রাজউক চেয়ারম্যান আরও জানান, ১৯৫৬ সালে ঢাকা শহরকে নিয়ে পরিকল্পনা করা হয়েছিল। সেভাবে রাজউক কাজ করে আসছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন পরিকল্পনা করা হয়েছে। ঢাকাকে আটটা জোনে ভাগ করা হবে। ঢাকা শহরের আউটার যে এলাকাগুলো আছে, সেখানে পরিকল্পনা করে রাজউকের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে।
এ সময় রাজউকের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
/এমএন
Leave a reply