প্রথম দুই ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে চান টাইগাররা। সেই লক্ষ্যে বড় চ্যালেঞ্জ ডিঙাতে হবে স্বাগতিকদের। করতে হবে ২৮৭ রান। প্রথমে ব্যাট ব্যাট করে শন উইলিয়ামসের সেঞ্চুরি ও ব্রেন্ডন টেইলরের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ২৮৬ রান সফরকারীরা।
এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। নিজের প্রথম ওভারেই ঝুয়াও’র উইকেট ভাঙ্গে আগের খেলার ম্যান অব দ্যা ম্যাচ সাইফুদ্দিন। পরের ওভারে সাফল্য আরেক পেইসার আবু হায়দার রনি। মাসকাদজাকে মাত্র ২ রান আটকে দেন তিনি। তবে এর পর আর সাফল্য পায়নি বাংলাদেশের বোলাররা। ৩য় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন টেইলর আর উইলিয়ামস। ক্যারিয়ারের ৩৬তম হাফ-সেঞ্চুরি তুলে টেইলর আউট হন ৭৫ রান করে। এরপর ক্যারিয়ারের ২য় সেঞ্চুরি তুলে নেন শন উইয়িয়ামস। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ফজলে রাব্বির জায়গায় খেলছেন সৌম্য সরকার। বিশ্রাম দেয়া হয়েছে স্পিনার মেহেদী মিরাজ আর মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় খেলছেন অভিষিক্ত অলরাউন্ডার আরিফুল হক আর পেইসার আবু হায়দার রনি। অন্যদিকে, দুই পরিবর্তন নিয়ে খেলছে জিম্বাবুয়ে।
Leave a reply