কোমল পানীয়র বোতল সামনে থেকে সরালেন সিকান্দার রাজা

|

সামনের ডায়াসে ছিল কোমল পানীয়র বোতল। সংবাদ সম্মেলনে এসে সেটা দেখেই সরিয়ে ফেললেন। তারপর শুরু করলেন কথা বলা। এমনটি করেছেন বাংলাদেশ সফররত জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

শুক্রবার চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথম তিনটি হবে চট্টগ্রামে। আজ (২ মে) ম্যাচের আগের দিনের নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ডায়াসে এসে বসা মাত্রাই তার চোখ পড়ে সামনে থাকা কোমল পানীয়র দিকে। সঙ্গে সঙ্গে তিনি সেটা সরিয়ে ফেলেন। পাশের একজন তা তার হাত থেকে নিয়ে ক্যামেরা ফ্রেমের বাইরে নিয়ে যান।

বিষয়টি গণমাধ্যমে চোখ এড়ায়নি। দ্রুত তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেখানে বেশিরভাগ মন্তব্যকারীই তাকে বাহাবা জানিয়েছেন।

এদিকে, বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই দেখছে বিসিবি। প্রথম তিনটি ম্যাচ চট্টগ্রামে হলেও বাকি দুটি হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply