পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ‘সিনার্জি সলিউশনস অ্যান্ড এডভাইজরি লিমিটেড’। সরকারি এবং বেসরকারি খাতের সেতুবন্ধনকে আরো মজবুত করতে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে জানানো হয়।
সিনার্জির ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ হায়দার বলেন, ব্যবসা প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানির বিভিন্ন বিভাগে প্রায় ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে ‘সিনার্জি’ প্রতিষ্ঠা করা হয়েছে। এসময় এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা-বানিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা সহজীকরণের পাশাপাশি টেকসই উন্নয়নে ‘সিনার্জি’ অগ্রণী ভূমিকা পালন করবে। যা দেশের সামগ্রিক ‘ইজ অফ ডুইং বিজনেস’ সূচক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনের সহযাত্রী হিসেবে কাজ করবে ‘সিনার্জি’।
/আরএইচ
Leave a reply