দেশের বাজারে স্বর্ণের দামে পতন থামছেই না। টানা অষ্টম দফায় এ ধাতুর দর কমালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি কমানো হয়েছে ১ হাজার ৮৭৮ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে এক লাখ ৯ হাজার ১৬৩ টাকা।
বৃহস্পতিবার (২ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়। যা কাল শুক্রবার থেকে কার্যকর হবে।
মূল্য নির্ধারণের বিষয়ে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮৯ হাজার ৩১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৪ হাজার ২৭৬ টাকায় বিক্রি করা হবে।
এর আগে, ২৩ এপ্রিল প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০, ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৯ এপ্রিল ১ হাজার ১১৫ ও ৩০ এপ্রিল ৪২০ টাকা কমানো হয়। মোট আট দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২২৫ টাকা কমলো।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
/এমএন
Leave a reply