উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

|

উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে এমপিদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পরিবার ভিত্তিক নয়, তৃণমূলের কর্মীদের সুযোগ দিয়ে দলকে শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার (২ মে) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশ দিয়েছেন। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেছেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল বন্ধ করতে হবে। বিরোধে না জড়িয়ে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হবে। বৈঠকে দলীয় এমপিদের তিনি বলেন, উপজেলায় এমপিদের স্বজনদের ভোটে থাকা খারাপ। এটা করা ঠিক না। যারা এটা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়েও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়টি নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য, অন্য দলের সংসদ সদস্য ও অন্যান্য দলের সঙ্গে কথা বলবেন বলেও জানান আওয়ামী লীগ সভাপতি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply