বৃষ্টি নিয়ে আরও সুখবর দিলো আবহাওয়া অফিস

|

আগামী ৬ মে থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। মে মাসজুড়ে তাপপ্রবাহ অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যস্থানে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস জানায়, মে মাসে তিন থেকে পাঁচটি শিলা বৃষ্টি সহ দু’-একটি কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপ প্রবাহের সম্ভাবনা কম। এছাড়া গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার আর রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply