ইসরায়েলের সাথে সব বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিলো তুরস্ক

|

গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করলো তুরস্ক। সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রমসহ বন্ধ রাখা হয়েছে লেনদেন কার্যক্রমও।

বৃহস্পতিবার (৩ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল গাজায় বাধাহীনভাবে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, ততদিন এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বিবৃতিতে, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদেক্ষেপের দ্বিতীয় দফা হিসেবে ঘোষণাটিকে আখ্যায়িত করে দেশটির মন্ত্রণালয়। এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি এর কঠোর সমালোচনা করেন। বলেন, ইতোমধ্যেই তুরস্কের বিকল্প খুঁজতে শুরু করেছে তেলআবিব।

বুধবার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। এর একদিন পরেই বাণিজ্য বন্ধের এ্ই ঘোষণা দিলো তুরস্ক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply