পঞ্চগড়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহত আরও ৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর রাতেই পরিচয় নিশ্চিত হওয়া গেছে ১০ জনের। এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহতদের সবার বাড়ি তেঁতুলিয়া উপজেলায়। আর্থিকভাবেও অস্বচ্ছল তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
এদিকে, ঘটনার পর জব্দ করা হয়েছে ট্রাকটিকে, তবে চালক ও হেলপার পলাতক। গতরাতে দশমাইল এলাকায় বিদ্যুতের পোলবাহী ট্রাকের সাথে ভাইবোন পরিবহনের একটি বাসের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের অভিযোগ, দুর্ঘটনার সময় হেলপার গাড়ি চালাচ্ছিলেন।
Leave a reply