জর্ডানের ডেড সি উপকূলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। নিখোঁজ অনেকের সন্ধানে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) হঠাৎ ভারি বৃষ্টির পর এ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।
এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৩৫ জনকে; যাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী।
জানা গেছে, পর্যটনের জন্য বিখ্যাত একটি এলাকায় ভ্রমণ করছিল আম্মানের বাসিন্দা ওই স্কুলশিক্ষার্থী আর অন্যান্যরা। বাসের ভেতরে থাকা অবস্থায় বন্যার তোড়ে ভেসে যায় তারা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস সত্ত্বেও কেন তাদের শিক্ষা সফরে নেয়া হয়েছিল, সে বিষয়ে কারণ দর্শাতে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজ।
Leave a reply