লা লিগায় আজ হতে পারে শিরোপা নিষ্পত্তি। তবে এখানে অনেক যদি-কিন্তুর সমীকরণও আছে। বার্সেলোনা, জিরোনার সাথে পয়েন্ট হারালে আর কাদিজের বিপক্ষ জয় পেলে শিরোপা নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের। রাত সোয়া ৮টায় ঘরের মাঠে কাদিজকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।
লিগ টেবিলের দুই নম্বর থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে লসব্লাঙ্কোসরা। অন্যদিকে শিরোপ জয়ের সম্ভাবনা প্রায় অসম্ভব কাতালানদের। তাইতো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের শিরোপা উৎসবটা যতটা সম্ভব পেছানো যায় সেটিই হয়তো চেষ্টা করবে বার্সা। রাত সাড়ে ১০টায় জিরোনার মাঠে খেলবে জাভির দল।
এই মৌসুমের চমক জিরোনা, বার্সেলোনার সমান ২২ জয়ে আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে তারা। চলমান লিগের ১ম দেখায় বার্সেলোনার মাঠে তাদের হারের লজ্জা দিয়েছিল জিরোনা। সেই হারের প্রতিশোধটা জিরোনাকে তাদের মাঠেই হারিয়ে নিতে চায় কাতালান ক্লাবটি।
আর আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ থাকায় কাদিজের বিপক্ষে বেঞ্চের ফুটবলারদের প্রাধান্য দিয়ে একাদশ গড়বে রিয়াল মাদ্রিদ। লম্বা ইনজুরি থেকে ফেরা গোলরক্ষক থিবো কোর্তোয়া আর ডিফেন্ডার এলডার মিলিতাও থাকবেন এই ম্যাচের একাদশে। বিশ্রাম দেয়া হবে বেলিংহ্যাম, ভিনিসিয়াসকে।
/এনকে
Leave a reply