বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগিরকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বলেছেন, দেশের মানুষ এখন সঙ্কটের মধ্যে আছে। গণতন্ত্র মানে সমন্বয়ের শাসন। সেই শাসন হারিয়ে গেছে।
শনিবার (৪ মে) দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনে বিভাগীয় মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আগত সুজনের নেতারা উপস্থিত ছিলেন।
বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশে নির্বাসনে যাওয়া গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে রাজনীতিবিদদের। না হলে জনগণকে এর মূল্য দিতে হবে। জনগণকেই প্রতিবাদী হয়ে উঠতে হবে।
জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোয় দেশের একটি বড় দল অংশ না নেয়ায় নির্বাচন অর্থবহ হয়নি বলে মন্তব্য করেন সুজন সম্পাদক।
/এমএন
Leave a reply