ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে রক্ষণাবেক্ষণসহ বেশ কয়েকটি কাজের জন্য তিনদিন ৩ ঘণ্টা করে বিমান ওঠানামা বন্ধ থাকবে। রোববার (৫ মে) থেকে মঙ্গলবার (৭ মে) রাত ১২টা থেকে রাত তিনটা পর্যন্ত রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে রানওয়ের রক্ষণাবেক্ষণসহ বেশ কিছু কাজ চলছে। এই সময়টাতে রানওয়ের মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, এই ৩ ঘণ্টায় বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের নিয়মিত ফ্লাইট থাকে। এয়ারলাইন্সগুলোকে এই তিনদিন ফ্লাইটের সময় সমন্বয় করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপনের জন্য ৫ ঘণ্টা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়।
/আরএইচ
Leave a reply