জাপানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন দৃঢ় করতে চায় চীন। শুক্রবার বেইজিংয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে বৈঠকের পর এ কথা বলেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
বিশেষজ্ঞদের মত, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের কারণে অর্থনৈতিক উন্নয়নে বিকল্প পথ খুঁজছে চীন। মার্কিন শুল্কের খড়গ পড়েছে জাপানের ওপরও। তাই, অতীতে বিভিন্ন ইস্যুতে বিবাদ থাকলেও বর্তমানে নতুনভাবে সম্পর্কোন্নয়ন চায় দেশ দুটি।
কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠায়ও একযোগে কাজ করার অঙ্গীকার তাদের। বৃহস্পতিবার, তিন দিনের সফরে বেইজিং পৌঁছান শিনজো আবে। গত সাত বছরে কোনো জাপানি প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর এটি।
Leave a reply