আবারও বাড়লো স্বর্ণের দাম

|

ফাইল ছবি।

আবারও দাম বাড়লো স্বর্ণের। দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে ৭৩৫ টাকা। সোমবার (৬ মে) থেকে সারা দেশে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েসন (বাজুস)।

বাজুস তাদের বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। নতুন মূল্য নির্ধারণের পর এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা। অপরদিকে, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ৯০ হাজার ৭৬৯ টাকা।

উল্লেখ্য, স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরিতে ২ হাজার ১০০ টাকা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply