সংসদ সদস্য স্ত্রীকে হারিয়ে স্কুল কমিটির সভাপতি বদি

|

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজার-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারকে পরাজিত করে উখিয়ার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তার স্বামী সাবেক এমপি আব্দুর রহমান বদি। বিদ্যালয়ের নির্বাচনে স্বামী-স্ত্রীর সভাপতি পদে নির্বাচনকে ঘিরে সর্বত্র আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (৫ মে) মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুর রহমান বদি সর্বোচ্চ ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার স্ত্রী পেয়েছেন ৩ ভোট।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুল করিম জানান, বিদ্যালয়ের সভাপতি পদে তিনি বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের নাম প্রস্তাব করেন। অপরদিকে দাতা সদস্য সাইফুর রহিম শাহীন বদির নাম প্রস্তাব করেন। মোট ৯ ভোটের মধ্যে বদি ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সভাপতি হওয়ার জন্য স্বামী-স্ত্রীর এভাবে লড়াই করার কোনো প্রয়োজন ছিল না। স্থানীয়দের মধ্যে এ নিয়ে হাস্যরসও চলছে।

এদিকে, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় ব্যাপক উন্নয়ন হবে ও শিক্ষার মান বৃদ্ধি পাবে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply