ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ

|

ইসরায়েলে সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিলো নেতানিয়াহু প্রশাসন। আল জাজিরা নেটওয়ার্ককে ইসরায়েলের জাতীয় নিরপত্তার জন্য হুমকি বলে আখ্যা দেয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, গাজায় যতদিন অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটি।

রোববার (৫ মে) পূর্ব জেরুজালেমে আল জজিরার অফিসে হানা দেয়, ইসরায়েলি প্রশাসন। সেখান থেকে জব্দ করা হয় টেলিভিশন সম্প্রচারের নানা যন্ত্রপাতি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার ভিত্তিক এই টেলিভিশন।

জানা গেছে, পূর্ব জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি পুলিশ। সাদা পোশাকের কর্মকর্তারা হানা দেয় নেটওয়ার্কটির অফিস হিসেবে ব্যবহৃত হোটেল রুমে। বাজেয়াপ্ত করে ক্যামেরাসহ নানা যন্ত্রপাতি। তেলআবিবের পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা। তেলআবিবের নিরাপত্তা হুমকির অভিযোগ একইসাথে ভয়ঙ্কর ও হাস্যকর বলে আখ্যা দিয়েছে তারা। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ও।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply