Site icon Jamuna Television

আলমডাঙ্গায় চরমপন্থী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির শীর্ষ নেতা মোক্তার আলীর (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।

নিহত মোক্তার আলী মেহেরপুর জেলার দরবেশপুর গ্রামের আমির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের কুয়াতলা মাঠের রাস্তার ধারের একটি ধান ক্ষেতে মোক্তারের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, নিহত মোক্তার আলী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব-বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। তার বিরুদ্ধে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় হত্যা. ডাকাতি, চাঁদাবাজিসহ এক ডজন মামলা রয়েছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে মোক্তার খুন হতে পারে বলে ধারণা পুলিশের।

Exit mobile version