ভোটকেন্দ্রে ‘অস্ত্র’ নিয়ে যেতে বললেন ইউপি সদস্য

|


স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কবির হোসেন। গত শুক্রবার (৩ মে) উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিম পাড়ায় উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এক মিনিট ১৯ সেকেন্ডের এই সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, ওই উঠান বৈঠকে এ ইউপি সদস্য উপজেলা নির্বাচনে কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী সাইফুর রহমান স্বপনের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন।

ভোট চাওয়ার একপর্যায়ে কবির হোসেন বলেন, ভোটের দিন প্রত্যেকের কিন্তু যার যার ব্যাগে করে অস্ত্র নিয়ে মাঠে আসতে হবে। এ সময় তিনি সাইফুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন।

এ বিষয়ে ইউপি সদস্য কবির হোসেনের কাছে জানতে চাইলে বলেন, তিনি ব্যাগ বলতে মূলত বেগ অর্থাৎ গতি বুঝিয়েছেন। আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে আখাউড়া-কসবা উপজেলা পরিষদ নির্বাচন।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply