মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। চুক্তিতে সম্মতির বিষয়ে এরইমধ্যে কাতার ও মিসরকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাস। সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও মিসরের গোয়েন্দা প্রধানকে তাদের প্রস্তাব মেনে নেয়ার বিষয়টি জানিয়েছেন।
তবে বিষয়টিতে এখনও সম্মত হয়নি তেল আবিব। তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি পাঠানোর কথা বলেছে। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই মধ্যস্থতাকারীদের উদ্যোগে দফায় দফায় বৈঠক হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামাস যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেটি ইসরায়েলের চাওয়া-পাওয়া থেকে অনেক দূরে রয়েছে। এবিষয়ে সমঝোতার জন্য নেতানিয়াহু প্রশাসন মিশরে প্রতিনিধি পাঠাবে বলেও খবরে বলা হয়েছে।
আরও বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, রাফায় অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের রাজি হওয়ার খবরে উল্লাসে মেতেছেন গাজার বাসিন্দারা। আল-আকসা হাসপাতালের সামনে শতাধিক মানুষ জড়ো হয়ে উল্লাস করেন।
/এনকে
Leave a reply