হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সবশেষ ৭ মে পর্যন্ত ভিসার জন্য আবেদনের সময় দিয়েছিলো সৌদি।
আজ মঙ্গলবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি এসোসিয়েশন বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।
এদিকে, হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন এনেছে সৌদি আরব। আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ। এখন থেকে হজ ভিসা নিয়ে কেবল মক্কা, মদিনা ও জেদ্দা ভ্রমণের সুযোগ পাবেন মুসল্লিরা।
২০২৪ সাল থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। হজের ভিসা নিয়ে চাকরি, বসবাস অথবা অন্য শহরে ভ্রমণের সুযোগ পাবে না মুসল্লিরা। অংশ নিতে পারবেন শুধু হজের আনুষ্ঠানিকতায়। বিধিনিষেধ লঙ্ঘনকারীরা ভবিষ্যতে সৌদিতে হজে অংশগ্রহণের অনুমতি পাবেন না বলেও সতর্ক করা হয়। এছাড়া, কেবল হজের মৌসুমের জন্য প্রযোজ্য হবে হজ ভিসা।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এবার হজ পালনে যাওয়ার কথা ৮৫ হাজার মানুষের। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
আগামীকাল বুধবার (৮ মে) হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৯ মে থেকে শুরু হবে হজ ফ্লাইট।
/এএম
Leave a reply