কুড়িগ্রামে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগ, ভিডিও ভাইরাল

|

ছবি: কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু।

কুড়িগ্রাম করেসপনডেন্ট:

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু ভোটারদের টাকা বিতরণ করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলা নির্বাচনে প্রার্থী শফিউল আলমের ভগ্নিপতি তিনি।

বিষয়টি নিয়ে গতকাল সোমবার (৬ মে) অপর প্রার্থী আরিফুল কবির তালুকদার রানা আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে।

অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রার্থী শফিউল আলমের পক্ষে ২নং কোদালকাটি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু ইউনিয়নের বিভিন্ন এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে অবৈধভাবে এলাকাবাসীকে লোভ দেখিয়ে টাকা বিতরণ করছেন।

এ বিষয়ে হুমায়ুন কবির ছক্কু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে আমি প্রার্থী নই। কেন আমি ভোট কিনতে যাব? এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে।

উপজেলা নির্বাচন কমিশনার লিঠু আহমেদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply