বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করলো মিয়ানমারের অন্তত ২শ জান্তা সেনা। রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর একটি ঘাঁটি দখলের পর আত্মসমর্পণ করে সেনারা।
সোমবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সেনা সদস্যদের আত্মসমর্পণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আরাকান আর্মির দাবি, অন্তত ৫টি ব্যাটেলিয়নের সদস্য আত্মসমর্পণ করেছে।
১২ দিনের লড়াই শেষে গত বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মংডুতে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) হেডকোয়ার্টার্সটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। অঞ্চলটির আরও কয়েকটি ঘাঁটি ও সীমান্ত চৌকি জান্তার দখলে। বুথিডং, মংডু ও আন শহরে আরও কয়েকটি সেনাচৌকি দখলে লড়াই করছে বিদ্রোহীরা। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। এলাকা ছেড়ে পালাচ্ছে অনেকেই।
/এএম
Leave a reply